২৬ এপ্রিল ২০২৪, ১০:৪৮

জবিতে ইংরেজি বিভাগে মাস্টার্স করার সুযোগ

  © ফাইল ফটো

২০২৪ শিক্ষাবর্ষের আগস্ট-জানুয়ারি ফল সেশনে এমএ ইন ইংলিশ (লিটারেচার এন্ড কালচারাল স্টাডিজ) এবং এমএ ইন ইংলিশ (এপ্লায়েড লিঙ্গুয়িস্টিকস এন্ড ইএলটি) প্রোগ্রামে প্রফেশনাল মাস্টার্স করার সুযোগ দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। 

আবেদন যোগ্যতা:
যেকোনো বিষয়ে স্নাতক (অনার্স), প্রাসঙ্গিক বিষয়ে এক বছরের  অভিজ্ঞতা সহ স্নাতক (পাস), ৬ পয়েন্ট থাকতে হবে।

প্রোগ্রামের বৈশিষ্ট্য:
সেমিস্টার সিস্টেমে ১৮ মাসের প্রোগ্রাম, ৪৮টি ক্রেডিট (যোগ্য ছাত্রদের জন্য মওকুফ উপলব্ধ), ক্লাস শুক্রবার এবং শনিবার অনুষ্ঠিত হয়।

আবেদনের সময়সীমা: ২৯ মে ২০২৪ পর্যন্ত।
ভর্তি পরীক্ষা: ৩১ মে, ২০২৪ শুক্রবার।
পরীক্ষার ফল প্রকাশ: ১ জুন,২০২৪
ভর্তির সময়কাল: ২ জুন ২০২৪ থেকে ৬ জুন, ২০২৪ পর্যন্ত।
ওরিয়েন্টেশন: ৭ জুন, ২০২৪ থেকে। 

আগ্রহীরা আবেদন করুন এখানে