জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান (অনার্স) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।অনলাইন ও এসএমএসের মাধ্যমের আবেদন করা যাবে বুধবার থেকে আগামী ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। 

এ বছর পাঁচটি ইউনিটের অধীন ১৯টি বিভাগে মোট ৯১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এর মধ্যে কলা অনুষদের অধীনে  AL ইউনিটে ১০৫টি ও AP ইউনিটে ১৫০টি, B ইউনিটে ১২০টি, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত C ইউনিটে ১৫০টি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন  D ইউনিটে ৩৮৫টি আসন রয়েছে।

আগামী ১১ নভেম্বর AL ইউনিট, ১২ নভেম্বর AP ইউনিট, ১৩ নভেম্বর B ইউনিট, ১৪ নভেম্বর C ইউনিট এবং ১৫ নভেম্বর D ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন বিভাগ চালু প্রসঙ্গে রেজিস্টার কার্যালয় হতে বলা হয়, এ শিক্ষাবর্ষে নতুন বিভাগ চালু করার কথা থাকলেও ইউজিসি থেকে ফিরতি বার্তা না আসায় নতুন কোন বিভাগ বিজ্ঞপ্তিতে যুক্ত হয়নি। অনুমতি মিললে পরবর্তীতে বিভাগ যোগ করা হবে।

ভর্তি পরীক্ষা ও আবেদন সংক্রান্ত সামগ্রিক তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://www.jkkniu.edu.bd পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ