এরাবিক এলামনাইয়ের সভাপতি ডক্টর মাহমুদ, সেক্রেটারি ফখরুল
এরাবিক এলামনাই এসোসিয়েশন (এএএ) কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে বেরিয়ে আসা প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত সর্ববৃহৎ একটি এলামনাই সংগঠন। এই সংগঠনটির সুষ্ঠু পরিচালনায় প্রতি দুই বছর অন্তর উপস্থিত সকল সদস্যের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে সভাপতি ও সেক্রেটারি।
শুক্রবার (২২মার্চ) বার্ষিক সাধারণ সভা ও ইফতার উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শত শত এলামনাইয়ের উপস্থিতিতে এবার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রফেসর ডক্টর মো. মাহমুদুল হাছান এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জনাব মো: ফখরুল ইসলাম।
ডক্টর মো. মাহমুদুল হাছান পেশাগত জীবনে একজন শিক্ষক। তিনি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল পদে কর্মরত আছেন। তিনি একাধারে একজন শিক্ষক, গবেষক এবং সংগঠক। ইতোপূর্বে তিনি পরপর টানা দুইবার সেক্রেটারির পদে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে এসেছেন। অন্যদিকে, জনাব ফখরুল ইসলাম পেশাগত জীবনে একজন ব্যাংকার। তিনি বর্তমানে ওয়ান ব্যাংকে ঊর্ধ্বতন প্রধান কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
সভাপতি ও সেক্রেটারি পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর তারা তাদের আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এলামনাই এসোসিয়েশনের সামগ্রিক কল্যাণ ও সমৃদ্ধি অর্জনে সচেষ্ট থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত চেয়ারম্যান, প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের একাংশ, বিভিন্ন বর্ষের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। নির্বাচনী কর্মকাণ্ড শেষ করে ইফতার ও ডিনার পার্টির মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন এলামনাইয়ের পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রাপ্ত অধ্যাপক ডক্টর মো: মাহফুজুর রহমান।