খুবিতে ফরেস্ট্রি ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক বন দিবস উদযাপন
‘উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক বন দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে দুপুর দেড়টায় সংগঠনটির উপদেষ্টা সহযোগী অধ্যাপক এস,এম রুবাইয়ত আব্দুল্লাহর নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আচার্য জগদীশচন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে হাদী চত্বর হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে দিয়ে ঘুরে পুনরায় আচার্য জগদীশচন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ২২৫৩ নম্বর কক্ষে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীদের নিয়ে বন ও পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সদস্য এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।