১৬ মার্চ ২০২৪, ০৭:৫৮

অভিযুক্তদের বিচারসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ চান শিক্ষার্থীরা

অভিযুক্তদের বিচারসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগ চান শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের  ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার সুইসাইড নোটে অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলাম এবং শিক্ষার্থী আম্মান সিদ্দিক এর ফাঁসি সহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ চায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১৬ মার্চ) মধ্যে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে প্রক্টরকে ঘিরে শিক্ষার্থীরা এসব দাবী জানান। এই সময়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে টায়ারে আগুন জ্বালিয়ে  বিক্ষোভ করে নানা স্লোগান দিতে থাকে।

আরও পড়ুন: প্রক্টর ও সহপাঠীকে দায়ী করে ফাঁস নিলেন জবিছাত্রী ফাইরুজ অবন্তিকা

জানা যায়, ফাইরুজ অবন্তিকা দেড় বছর আগে প্রক্টর অফিসে অভিযোগ দাখিল করে। বার বার বিচার চাইলেও সঠিক কোনো বিচার পায়নি। বরং প্রক্টরিয়াল বডি কতৃক বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েছে।

এছাড়াও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম সহ অনেকে বাবা মা তুলে গালাগালি করতো বলে জানা গেছে।  এ ব্যাপারে প্রক্টর কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি নতুন নিযুক্ত হয়েছি অবন্তিকার অভিযোগের বিষয়টি আমি অবগত ছিলাম না। 

এদিকে, শনিবার মধ্য রাতে উপাচার্য সাদেকা হালিম বিক্ষোভরত শিক্ষার্থীদের বলেন, ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দানকারী শিক্ষক দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকীসহ এ ঘটনায় জড়িত প্রক্টরিয়াল কমিটি এবং ছাত্র উপদেষ্টাকে তদন্তের আওতায় আনা হবে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।

উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আমার হাতে আইনগতভাবে যতটুকু ক্ষমতা রয়েছে তার সর্বোচ্চ ব্যবহার করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাবো। এ ঘটনায় জড়িত সবাইকে তদন্তের আওতায় আনা হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তীতে শিক্ষার্থীরা উপাচার্য ভবন ঘেরাও করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালিয়ে যায়।