কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ভুয়া ফেসবুক আইডি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈনের নাম ও ছবি সম্বলিত ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই ভুয়া অ্যাকাউন্ট থেকে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন ‘অপপ্রচার’ চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন উপাচার্য মঈন।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে একটি ভুয়া আইডি থেকে ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি নিষিদ্ধ করা হলো’ এমন একটি পোস্ট দেওয়া হয়। পরে বিষয়টি শিক্ষকদের নজরে আসলে মধ্যরাতে উপাচার্য ফেসবুক লাইভে এসে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে উপাচার্যের নাম ও ছবি সম্বলিত আরেকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, প্রশাসনের অনুমতি ব্যতীত জামায়াত বিএনপির এই ধরনের প্রোগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হবে না।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এফএফএম. আব্দুল মঈন বলেন, আমি আইনগত ব্যবস্থা নেবো।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অসংখ্য ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে এমন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।