১১ মার্চ ২০২৪, ১২:৩০

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইকোনমিকস ক্লাবের নেতৃত্বে মনিরুল-আলভী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইকোনমিকস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ফাইম ফয়সাল আলভী নির্বাচিত হয়েছেন।

রবিবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ক্লাবের আয়োজনে ‘পলিসি প্যালেট’ সেমিনার এবং ১০ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ এবং অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হলো জ্ঞান সৃষ্টি ও বিতরণ করা। এই ধরনের কাজ করার জন্য প্লাটফর্ম খুবই গুরুত্বপূর্ণ। যৌক্তিকভাবে দেশের অর্থনীতির বিভিন্ন বিষয়ে ইকোনমিকস ক্লাব তাদের নিজস্ব বক্তব্য বা মতামত এবং ব্যাখ্যা-বিশ্লেষণ করবে এই প্রত‍্যাশা রাখি।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে জামিল তারিক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ, কোষাধ্যক্ষ আশিকুজ্জামান আশিক, মিডিয়া ও ক্রিয়েটিভ সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ রাফি, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক অন্বেষা আক্তার নোভা এবং দপ্তর সম্পাদক হিসেবে আনারুল ইসলাম দায়িত্ব পালন করবেন।