ক্যাম্পাস পরিষ্কার রাখতে তিতুমীর কলেজে পরিচ্ছন্ন কার্যক্রম
'নিজেকে সুস্থ থাকি অন্যকে সুস্থ রাখি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী সরকারি তিতুমীর কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে অংশ নেয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকগণ।
কলেজ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সরকারি তিতুমীর কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক রোজিনা ইয়াসমিন বলেন, কলেজ প্রাঙ্গণকে সুন্দর ও পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। নিজেকে সুন্দর রাখার সঙ্গে আমাদের পরিবেশকেও সুন্দর রাখতে হবে। তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের নবী করিম (স:) পরিষ্কার পরিচ্ছন্ন থাকিতেন।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী জুবায়ের বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জীবনের একটি অংশ এবং ধর্মীয় দিক থেকে ইমানের অর্ধেক। সেক্ষেত্রে আমাদের সবার পাক পবিত্র থাকা উচিত এবং কলেজ প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আজকে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা মাধ্যমে কলেজ প্রাঙ্গণ থেকে নিয়ে গ্রাম মহল্লা, শহরে বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারবো।
শিক্ষার্থী নাজমা আক্তার বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন নিজে আগে হতে হবে এবং কলেজ প্রাঙ্গণ থেকে নিয়ে কলেজের বাহিরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।