২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৮১ হাজার ৬৭১ জন

  © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষায় পাস করেছেন ৫৮ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী। এতে উত্তীর্ণ হয়েছেন ৮১ হাজার ৬৭১ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার ২০২১ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় সারা দেশে ১ হাজার ৮৮৪টি কলেজের ১ লাখ ৩৯ হাজার ১২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ৮১ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৮ দশমিক ৭ শতাংশ। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) এ পরীক্ষার ফল পাওয়া যাবে।