কুবিতে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পরিসংখ্যান ও সাংবাদিকতা বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে মেয়েদের খেলায় বিজয়ী হয়েছে পরিসংখ্যান বিভাগ ও ছেলেদের খেলায় বিজয়ী হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগ।
রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মেয়েদের ইভেন্টে মুখোমুখি হয় পরিসংখ্যান বিভাগ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। সিএসই বিভাগকে ২-০ সেটে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হন পরিসংখ্যান বিভাগের মেয়েরা।
অন্যদিকে ছেলেদের ইভেন্টে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মুখোমুখি হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এ খেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ২-১ সেটে জয় লাভ করে।
পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় খেলাধুলায় এগিয়ে যাবে। আজকের খেলা বেশ উপভোগ্য ছিল এবং অন্যান্য বিভাগের অনেক শিক্ষার্থীকে দেখছি খেলা উপভোগ করতে। আজকে আমাদের ক্রিকেট টিম আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট খেলতে রাজশাহী যাচ্ছে তাদের জন্য শুভকামনা।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়।