হাবিপ্রবি বিএনসিসির নতুন সিইউও হলেন ইমরান
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪, ১০:০০ PM
মহাস্থান রেজিমেন্ট “এ” কোম্পানি ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হয়েছেন হাবিপ্রবির ইংরেজি বিভাগ ২১ ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসেন।
ইমরানকে র্যাংক ব্যাচ পরিয়ে দেয় মহাস্থান রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদুল হাসান প্রিন্স, মহাস্থান রেজিমেন্টের এ্যাডজুটেন্ট মেজর আবু রিফাত মো. মোতালিব ও ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট মেজর মো. মাহবুব।
সিইউও হওয়ার অনুভূতিতে ইমরান বলেন, উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান স্যারের প্রতি কৃতজ্ঞতা তিনি আমাদের সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেই সাথে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন এবং প্লাটুন কমান্ডার মো. আব্দুল মোমিন শেখ স্যারের সার্বিক সহযোগিতায় হাবিপ্রবি বিএনসিসি শাখা সুষ্ঠভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আরও ধন্যবাদ জানাই মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার, এ্যাডজুটেন্ট ও ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট সহ সকল সামরিক ও বেসরকারি প্রশিক্ষক ও স্টাফদের।
তিনি আরও বলেন যাদের সহযোগিতায় বিএনসিসি হাবিপ্রবি শাখার প্রথম ব্যাচের ক্যাডেট হিসেবে ক্যাডেট সার্জেন্ট হতে ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছি। ইনশাল্লাহ ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের ‘এ’ কোম্পানি সিইউও হিসেবে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অর্পণ করবো এবং ক্যাডেটদের নৈতিক মূল্যবোধ উন্নয়নসহ সর্বাত্মক প্রয়োজনে পাশে থাকবো।
ইমরান বিএনসিসির ক্যাডেট হয়ে বেশকিছু ক্যাম্পে অংশগ্রহণ করে-তন্মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২২ ও ২০২৩, রেজিমেন্ট ক্যাম্পিং- ২০২২-২৩ ও ২০২৩-২৪, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ-২০২৩। ব্যাটালিয়ন ক্যাম্প-২০২৩ ক্যাম্পটিতে বেস্ট ক্যাডেট নির্বাচিত হয়েছিলেন তিনি।