বহিরাগতকে পেটাল কুবির আবাসিক শিক্ষার্থীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক শিক্ষার্থীর গায়ে হাত তোলায় এক বহিরাগতকে বেধড়ক পিটিয়েছে তার সহপাঠীরা। বুধবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এ ঘটনা ঘটে।
জানা যায়, বহিরাগত ঐ ছেলের নাম মাজহারুল ইসলাম অনিক। স্থানীয় গাবতলীর বাসিন্দা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কয়েকজন শিক্ষার্থীদের সাথে তাঁর সখ্যতা রয়েছে বলে জানা গেছে। এছাড়াও নিয়মিত হলে আসা যাওয়া করেন বলেও জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বহিরাগতকে বের করে দিয়েছে। বহিরাগতের খোঁজ খবর নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলব, যাতে ভবিষ্যতে ঐ ছেলে দ্বারা দুর্ঘটনা না ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থী রাশেদ ইবনে নূর ও জয়ের সাথে বাকবিতণ্ডা ঘটে স্থানীয় যুবক অনিকের সাথে। বাগবিতণ্ডার একপর্যায়ে দু’জনের শার্টের কলার চেপে ধরেন তিনি। এসময় জয়ের টি-শার্ট ছিড়ে যায় বলে জানা গেছে। পরে শিক্ষার্থীদের তোপের মুখে বেধড়ক মারধরের শিকার হন তিনি। মারধরের এক পর্যায়ে ১০২ নম্বর রুমে আটকে রাখা হয়। পরে হলের নেতারা বের করে নিয়ে আসতে গেলে আরও একদফা মারধরের শিকার হন তিনি। পরে হল ছাত্রলীগের নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে তাকে হল থেকে বের দেন।
এই ঘটনার বিষয়ে যোগাযোগ সম্ভব হয়নি বহিরাগত মাজহারুল ইসলাম অনিকের সাথে।