১৯ জানুয়ারি ২০২৪, ১৫:৫৯

ইউজিসি ফেলোশিপ পেলেন জবির দুই নারী অধ্যাপক

ইউজিসি ফেলোশিপ পেলেন জবির দুই নারী অধ্যাপক  © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পোস্ট-ডক্টরাল ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই জন নারী অধ্যাপক। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ফেলোশিপ প্রাপ্ত দুই অধ্যাপক টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেন। তারা হলেন- গণিত বিভাগের অধ্যাপক ড. শরাবান তহুরা এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. গুলশান আরা।

এর আগে গত মঙ্গলবার ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় দেশের ১০ জন গবেষককে ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপের জন্য নির্বাচিত করা হয়।

তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দুজন শিক্ষক মনোনীত হয়েছেন। দেশে মানসম্মত গবেষণা পরিচালনার লক্ষ্যে এই পোস্ট-ডক্টরাল ফেলোশিপ প্রদান করা হচ্ছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। 

জবি অধ্যাপক ড. শারাবান তহুরা বলেন, ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপের জন্য আমাকে মনোনীত করায় আমি  আনন্দিত। এই ফেলোশিপ প্রাপ্তির মাধ্যমে আমি আমার গবেষণাকে আরও সমৃদ্ধ করতে পারবো। পাশাপাশি আমার গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান আরও যুগোপযোগী করতে ভূমিকা রাখবে।

অধ্যাপক ড. গুলশান আরা বলেন, ফেলোশিপ পেয়ে ভালো লাগছে। আনন্দের বিষয় এই যে, এ বছর ১০ ফেলোশিপ প্রাপ্ত গবেষকের মধ্যে দুইজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। যা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনলো।

ফেলোশিপপ্রাপ্ত ১০ জন গবেষক মধ্যে অন্যান্যরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল আমিন নূরী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ড. শেখ মেহেদী হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফিরোজা আক্তার খানম, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. মো. তরিকুল ইসলাম, আমেরিকান ইন্টারন্যাশনালত ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফারহীন হাসান, প্রিমিয়ার ইউনিভার্সিটির ড. শহীদ মো. আসিফ ইকবাল, বরেন্দ্র ইউনিভার্সিটির ড. সুলতানা রাজিয়া এবং বৃন্দাবন সরকারি কলেজের ড. সুভাষ চন্দ্র দেব। 

প্রসঙ্গত, ইউজিসি পোস্ট ডক্টরাল ফেলোশিপ ২০২৩-এর জন্য দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধু স্থায়ী ক্যাম্পাস) এবং সরকারিত কলেজের ৩০ জন গবেষক আবেদন করেছিলেন। ফেলোশিপ প্রাপ্ত গবেষকরা ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে পাবেন। আগামী ১২ মাস এ অর্থ পাবেন তারা।

নীতিমালা অনুযায়ী, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা, গবেষণার শিরোনাম, সারসংক্ষেপ, সুপারভাইজারের সুপারিশের ভিত্তিতে আবেদনকারীদের মধ্য থেকে ১০ জন গবেষককে ইউজিসি এই পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করে।