খুবিতে প্রথমবারের মতো শশি মেলা শুরু আজ

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চিত্রশিল্পী শশিভূষণ পালের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী ‘শশি মেলা-২০২৪’। আজ রোববার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় চারুকলা স্কুলের আঙ্গিনায় এ মেলার উদ্বোধন করবেন ডিন অধ্যাপক ড. নিহার রঞ্জন সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান রকিব হাসান ও ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান মো. আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার দ্বিতীয় দিন সোমবার (১৫ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।

এদিন ‘শিল্পী কথন’ অনুষ্ঠানসহ একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক জামাল উদ্দিন আহমেদকে প্রথম শশি মেলা সম্মাননা স্মারক এবং ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত তিন শিল্পী-শিক্ষককে সম্মাননা স্মারক দেওয়া হবে।

আরো পড়ুন: ইতিহাসের ক্যানভাসে সূর্যসেন হলের স্মৃতির জানালা-৭১

মেলা আয়োজক কমিটির আহবায়ক ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. তরিকত ইসলাম জানান, বাংলাদেশের পথিকৃৎ চিত্রশিল্পী শশিভূষণ পালের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘চারুকলা স্কুল’ প্রতিষ্ঠা লাভ করেছে। শিল্পীর ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, উপমহাদেশের চারুকলার বিকাশে তাঁর অবদানকে এ মেলার মাধ্যমে তুলে ধরা হবে। মেলার স্টলে বিভিন্ন চিত্রশিল্পী-শিক্ষার্থী আঁকা চিত্রকর্ম, গ্রামীণ ও লোকজ সাংস্কৃতির বিভিন্ন উপাদান থাকবে।


সর্বশেষ সংবাদ