১৩ জানুয়ারি ২০২৪, ১৯:২৩

ঢাকা কলেজ থেকে সংসদে ১১ এমপি-মন্ত্রী

  © টিডিসি ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি-মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজের সাবেক ১১ জন শিক্ষার্থী। এরমধ্যে মন্ত্রীসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ঠাঁই পেয়েছেন ৪ জন।

তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া এই ১১ জন সাবেক শিক্ষার্থী হলেন— ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নরসিংদী ৪ আসনের সংসদ সদস্য নূরুল মজিদ হুমায়ুন, নাটোর ৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক, নেত্রকোণা ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী), ঢাকা ১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন), চাঁদপুর ১ আসনের সংসদ সদস্য সেলিম মাহমুদ, সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, টাঙ্গাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এবং বরিশাল ২ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন। 

এসব সংসদ সদস্যদের মধ্যে পূর্ণ মন্ত্রীর তালিকায় রয়েছেন, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (শিল্প মন্ত্রণালয়) এবং র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়)। আর প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন, জুনাইদ আহমেদ পলক (ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) এবং আহসানুল ইসলাম টিটু (বাণিজ্য প্রতিমন্ত্রী)।

এসব সাবেক শিক্ষার্থীদের মধ্য থেকে রাজনীতিতে ঢাকা কলেজে পড়ার সময়ই সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে নেতৃত্বে এসেছেন উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণীতে পড়ার সময়ই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে ঢাকা কলেজ ছাত্রসংসদের জিএস (জেনারেল সেক্রেটারি) নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। নাটোর ৪ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আর বাকিরা সবাই বিভিন্ন সেশনে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীতে পড়াশোনা করেছেন।

দেশের রাজনৈতিক অঙ্গনে সাবেক শিক্ষার্থীদের এমন সফলতায় খুশির কথা জানিয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে দেশের স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলনসহ বিভিন্ন সময়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাজপথে যোগ্য নেতৃত্ব বজায় রেখেছে। শুধু রাজনৈতিক অঙ্গনেই নয় বরং বিভিন্ন সময়ে দেশ পরিচালনায় করেছেন এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ঢাকা কলেজের শিক্ষার্থী। এমন অর্জনে আমরা খুশি। আমরা চাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। একইসাথে এমন ধারাবাহিকতা আগামী দিনেও বজায় রাখতে কলেজ প্রশাসনের পক্ষ থেকেও পড়াশোনার পাশাপাশি মেধা ও মননের বিকাশে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

ড. কুদ্দুস বলেন, দীর্ঘ সময়ের পথ চলায় ঢাকা কলেজ অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তির জন্ম দিয়েছে। এখানে পড়াশোনা করে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এমন মানুষের সংখ্যা হিসাব করে শেষ করা যাবে না। আমরা চাই এ সংখ্যা আরো বৃদ্ধি পাক। ঢাকা কলেজের শিক্ষকরাও আমরা সব সময় গর্ববোধ করি। শিক্ষার্থীদের এমন সফলতা আমাদের আনন্দিত ও উদ্বেলিত করে। আমরা চাই এমন সফলতার ধারাবাহিকতা বজায় থাকুক।