১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৭

নিজে চালিয়ে বাস উদ্বোধন করলেন কুবি উপাচার্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের জন্য একটি নতুন বাস উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. এমরান কবির চৌধুরী। সোমবার দুপুর ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে নিজেই বাসটি চালিয়ে উদ্বোধন করেন। 

এ নিয়ে শিক্ষার্থীদের মোট বাস হলো ১৫ টি। বিশ্ববিদ্যালয় পরিবহনের নিজস্ব বাস ৫ টি এবং বিআরটিসি থেকে ভাড়া করা বাস ১০ টি। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের, প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবহনে একটি বাস যুক্ত হয়েছে। আগামী ৬ মাসের ভিতর আমরা আরো ৩-৪ বাস বিশ্ববিদ্যালয়ের পরিবহনে যুক্ত করতে পারবো বলে আশা প্রকাশ করছি।

উপাচার্য অধ্যাপক ড. মো. এমরান কবির চৌধুরী বলেন, "বিশ্ববিদ্যালয়ে ৭৮ লক্ষ টাকার একটি বাস যুক্ত হয়েছে। সেটি সংরক্ষণের দায়িত্ব আমাদের। কোনভাবেই যেনো বাসের ক্ষয়-ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।"