০৩ জানুয়ারি ২০২৪, ২১:৩৩

আবারও নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান রিয়াজুল ইসলাম

মো. রিয়াজুল ইসলাম  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলামকে পুনরায় সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

বুধবার (৩ জানুয়ারি) সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন তিনি। এর আগে গত পহেলা জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক চিঠিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মো. রিয়াজুল ইসলামকে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়। 

এ বিষয়ে রিয়াজুল ইসলাম বলেন, সমাজবিজ্ঞান বিভাগ শুরু থেকেই শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছে। ভবিষ্যতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যেন সমাজের উন্নয়নে কাজ করতে পারে, নিজেদের দক্ষ ও যােগ্য করে গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যে সমাজবিজ্ঞান বিভাগ কাজ করে যাবে।

এর আগে ২০২১ সালের ৩রা জানুয়ারি বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন রিয়াজুল ইসলাম। পুনরায় বিভাগীয় প্রধানের দায়িত্ব পাওয়ায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।