০২ জানুয়ারি ২০২৪, ১৭:৪১

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা স্থায়ী বহিষ্কার

আবু হানিফা ও জাকির হোসেন  © ফাইল ফটো
 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল হাসান সাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে,  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এ সংক্রান্ত তদন্ত কমিটির সুপারিশ, শিক্ষা মন্ত্রণালয়ের পত্রের নির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ অর্থ বছরের সরকারি নিরীক্ষা আপত্তিসমূহে তাদের নিয়োগ সংক্রান্ত আপত্তিসমূহ এবং গত মাসের ২ তারিখে অনুষ্ঠিত ৩০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত কমিটি কর্তৃক অভিযুক্তের জবাবসমূহ যাচাই-বাছাই-এর আলোকে অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।
 
এরপর গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩১তম সভার সিদ্ধান্ত মোতাবেক বেআইনীভাবে নিয়োগপ্রাপ্ত জাকির হোসেন ও আবু হানিফার অবৈধ নিয়োগ বাতিলপূর্বক অবৈধ নিয়োগ সংক্রান্ত সকল আদেশ/প্রক্রিয়া/কার্যক্রম বাতিল করা হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অফিস আদেশের তারিখ ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।