০৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:২১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির আবেদন ১০ সেপ্টেম্বর

  © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১০ সেপ্টেম্বর শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছরের ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত ) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বছর চারটি ইউনিটের অধীনে ৩৩ টি বিভাগে মোট ২ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। ‘এ’ ইউনিটের অধীনে ধর্মতত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের ৩টি বিভাগ, আইন ও শরীয়াহ অনুষদের আল-ফিকহ এন্ড লগ্যাল স্টাডিজ বিভাগ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আরবী ভাষা ও সাহত্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি’ ইউনিটের অধীনে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন ও শরীয়াহ অনুষদের ২টি বিভাগের পরীক্ষা হবে। ‘সি’ ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ৬টি বিভাগের ভর্তি পরীক্ষা হবে।এবং ‘ডি’ ইউনিটের অধীনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধন্ত অনুযায়ী ‘এ’ ইউনিটের ফরম মূল্য ৭০০ টাকা, ‘বি’ ইউনিটের জন্য ১৩০০ টাকা, ‘সি’ ইউনিটের জন্য ৮০০ টাকা এবং ‘ডি’ ইউনিটের জন্য ১৩০০ টাকা ধার্য করা হয়েছে।

ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে ।এমসিকিউ ৬০নম্বর, লিখিত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ২০নম্বর ও এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে (২০+২০)= ৪০ নম্বর।

আগামী ১৬ অক্টোবর হতে ২৮ অক্টোবর পর্যন্ত আবেদনকারীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পরবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd তে পাওয়া যাবে।