২৭ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৭

নীতিনির্ধারণী ক্ষমতা পেলেন ববির রুটিন উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান

অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া  © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়াকে নীতি নির্ধারণী ক্ষমতা দেওয়া হয়েছে। এখন থেকে সিন্ডিকেট সভা, ফিন্যান্স কমিটি ও একাডেমিক কিউন্সিলসহ আরও একাধিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আজ থেকে এ আদেশ কার্যকর হবে।

বুধবার (২৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রুটিন উপাচার্য অধ্যাপক বদরুজ্জামানকে এ ক্ষমতা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিন্ডিকেট সভা, ফিন্যান্স কমিটি, একাডেমিক কাউন্সিল, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, ভর্তি ও পুনঃভর্তি সংক্রান্ত কার্যাদি পরিচালনা করতে পারবেন। এ বিষয়ে উপাচার্যকে নির্দেশক্রমে অনুমতি দেওয়া হয়েছে।

রুটিন দায়িত্বের পাশাপাশি তিনি এসব দায়িত্বও পালন করবেন। এর আগে, গত ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ববির রুটিন উপাচার্যের দায়িত্ব পান ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসাবে ২০২২ সালের ১৯ এপ্রিল যোগদান করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।