সেশনজট কমাতে শীতকালীন ছুটি কাটছাঁট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের
মহামারী করোনাভাইরাসের প্রকোপে দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বেড়েছে সেশনজট। অন্তত এক বছরের সেশনজটের কবলে পড়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এ জট কমাতে শীতকালীন ছুটি কমিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামীকাল ২২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি থাকার কথা ছিল। তবে সে ছুটি কমিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে বিশ্ববিদ্যালয়। ফলে প্রায় এক সপ্তাহ অতিরিক্ত শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে বুধবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক মতবিনিময় সভায় সেশনজট কমাতে এ সিদ্ধান্ত নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শাহ্ আজম। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে এবার শীতকালীন ছুটি চারদিন কমানো হচ্ছে।
আরো পড়ুন: কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, সরাসরি ভর্তি নেবে যারা
তিনি আরও বলেন, দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, পররাষ্ট্র, ও আর্থ-সামাজিক ক্ষেত্রে এবং অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী অবদান রাখেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
প্রসঙ্গত, করোনায় শিক্ষার্থীদের সেশনজট কমাতে এর আগেও শীতকালীন ছুটি বাতিল করে শ্রেণী কার্যক্রম চালু রেখেছিল বিশ্ববিদ্যালয়টি। এছাড়াও সেশনজট কমাতে অন্যান্য উদ্যোগের ফলে জট ক্রমান্বয়ে কমছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে সঙ্গীত বিভাগ। গত আগস্টেই ২০২২ সালের বেশিরভাগ পরীক্ষা সম্পন্ন করেছিল বিভাগটি।