কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় ১৯টি বিভাগ নিয়ে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা নতুন একটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় চাই যেখানে খেলাধুলা চলবে শিক্ষা চলবে গবেষণা চলবে। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষায় সহশিক্ষায় এগিয়ে যাবে। গান যেমন মন দিয়ে গায় তেমনি তোমরা খেলাটাকে হৃদয় দিয়ে খেলবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, প্রক্টোরিয়াল বডি, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম ও বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, আজকের প্রতিযোগিতার প্রথম ম্যাচে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে ৬ রানে পরাজিত করে গণিত বিভাগ।