নির্বাচনের সাথে শীতকালীন ছুটির সমন্বয় করল কুবি

  © সংগৃহীত

জাতীয় নির্বাচনের সাথে সমন্বয় করে শীতকালীন ছুটির সময় পরিবর্তন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ডিসেম্বরের ছুটি জানুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে। 

রবিবার (১০ ডিসেম্বর) ৭৯ তম জরুরি একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, চলতি বছরের আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বরে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা থাকলেও জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটিতে বন্ধ থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সামনে যেহেতু জাতীয় নির্বাচন, সেহেতু বিষয়টিকে মাথায় রেখে নির্বাচনের সাথে সমন্বয় করে শীতকালীন ছুটি পেছানো হয়েছে।


সর্বশেষ সংবাদ