০৯ ডিসেম্বর ২০২৩, ১৩:০৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব বিষয়ের শিক্ষার্থীরা বেশি চাকরি পেয়েছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক করা শিক্ষার্থীরা সবচেয়ে কম বেকার রয়েছেন। অর্থনীতি ও হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীদেরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) একটি জরিপের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, সামাজিক বিজ্ঞান এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের শিক্ষার্থীদের মধ্যে বেকার এক শতাংশের মতো। তবে বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৪২ থেকে ৪৮ শতাংশের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ৬১টি কলেজের এক হাজার ৩৪০ জন শিক্ষার্থী ও ৬১ জন অধ্যক্ষের সাক্ষাৎকার নিয়ে জরিপটি চালানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির অধীন বিভিন্ন কলেজ থেকে পাস করে বেকার অবস্থায় আছেন ৪৮ শতাংশ পর্যন্ত। যদিও ২০২১ সালের তুলনায় এ হার কিছুটা কমেছে। ওই বছর ৬৬ শতাংশ বেকার ছিল।

আরো পড়ুন: শুরুর তিনদিন আগে স্থগিত নতুন শিক্ষাক্রমে শিক্ষক প্রশিক্ষণ

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের মধ্যে বেকার অবস্থায় আছেন ৪২ থেকে ৪৮ শতাংশ।  পলিটিক্যাল সায়েন্স থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন ২৩ শতাংশ।

আর লাইব্রেরি ম্যানেজমেন্ট থেকে পাস করা অন্তত ২১ শতাংশ শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া  বেকার থাকা শিক্ষার্থীদের ১৬ থেকে ১৭ শতাংশ ইসলামের ইতিহাস ও বাংলায় স্নাতক করেছেন।