২০২৪ সালে ইবির ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে: উপাচার্য
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ৪৪ বছর পেরিয়ে ৪৫ বছরে পদার্পণ করছে। প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে চারটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আগামী বছর ২০২৪ সালে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
আজ বুধবার (২২ নভেম্বর) ‘৪৫তম ইবি দিবস’ উপলক্ষ্যে ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এসব কথা জানান।
উপাচার্য শেখ আবদুস সালাম বলেন, জন্মের পর থেকে বিশ্ববিদ্যালয়টিতে মাত্র কয়েকটা কনভোকেশন (সমাবর্তন) হয়েছে। সর্বশেষ কনভোকেশন ৫/৬ বছর আগে, ২০১৮ সালে হয়েছিল। আমাদের পরবর্তী কনভোকেশন ২০২৪ সালে আয়োজনের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের চেহারা বদলে যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৭টি ডেভেলপমেন্টাল কম্পোনেন্টের কাজ চলছে। ইতোমধ্যে ১১টি কাজ সম্পন্ন করেছি। আগামী এক বা দেড় বছরের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত পরিবর্তন দেখতে পাবো। এতে ৬০ থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীদের আবাসন সংকট মিটাতে পারবো বলে বিশ্বাস করি। ক্লাসরুম সংকটও নিরসন হবে শিগগির।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি কেক কাটা, পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, এ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪টি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। প্রথম সমাবর্তন ২৭ এপ্রিল ১৯৯৩ সালে, দ্বিতীয় সমাবর্তন ৫ ডিসেম্বর ১৯৯৯ সালে, তৃতীয় সমাবর্তন ২৮ মার্চ ২০০২ সালে এবং সর্বশেষ ৪র্থ সমাবর্তন ৭ জানুয়ারি ২০১৮ সালে অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৬ বছর পর ২০২৪ সালে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।