বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসে নিরাপত্তা বাড়াল ববি প্রশাসন
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ২০ নভেম্বর ক্যাম্পাসে রাত ১০টার পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিরাগতরা ঘোরাঘুরি বা প্রবেশ করলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয় ওই প্রজ্ঞাপনে।
এদিকে গতকাল সাংবাদিকদের সাথে প্রক্টরিয়াল বডির মতবিনিময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম জানান, উপাচার্য(রুটিন দায়িত্ব) বদরুজ্জামান ভূঁইয়া মহোদয়ের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট ভিজিল্যান্স টিম গঠন করা হয়।যেখানে পুরো ক্যাম্পাসে মাদক রোধ ও বহিরাগতদের প্রবেশ ঠেকাতে প্রতিদিন পর্যবেক্ষণ করবেন। কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।ক্যাম্পাসে আলোকস্বল্পতা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি তাদের মাধ্যমে প্রকৌশলী দপ্তরে বলবেন।তারা যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ক্যাম্পাসে আলোয় পরিপূর্ণতা পায় সে ধরণের ব্যবস্থা নিতে বলবেন।
আরও পড়ুন: সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিস্কার
এসময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত আইডি কার্ড সাথে রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি সকলের নিরাপত্তার বিষয়ে গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এক সহকারী প্রক্টর বলেন, সামনে নির্বাচন তাই কোন অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে সেজন্য আমরা সজাগ। তিনি বলেন, উপাচার্য মহোদয়ের নেতৃত্বে ইতোমধ্যে ক্যাম্পাস পরিচ্ছন্ন কার্যক্রম চলছে।এর ধারা অব্যাহত থাকবে। এসময় সাংবাদিকদের সহযোগিতার কথাও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া জানান,আমাদের শিক্ষার্থীরা তাদের প্রয়োজনে সব সময়ই প্রবেশ করতে পারবে।কিন্তু বহিরাগতরা রাত ১০টার পরে প্রবেশ করতে পারবেনা।সার্বিক দিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা রেখে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।