১৮ নভেম্বর ২০২৩, ১০:০৪

মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা  © সংগৃহীত

ভোলার লালমোহনে মোমবাতির আলোতে পরীক্ষা দিয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি প্রথম বর্ষের ১০৯ জন পরীক্ষার্থী। গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) উপজেলার ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে সকালে অনুষ্ঠিত সিভিক এডুকেশন-১ বিষয়ে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের।
 
জানা যায়, গতকাল সকালে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থীরা। তবে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল বিকাল সাড়ে ৪টা লালমোহন উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।

এ ছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ও বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের কক্ষগুলো অন্ধকার হয়ে যায়। এজন্য কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সুবিধার্থে মোমবাতির ব্যবস্থা করেন।
 
ওই মোমবাতির আলোতেই গতকাল সকালের শিফটের পরীক্ষা শেষ করেন পরীক্ষার্থীরা। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুজ্জ জাহের বলেন, আবহাওয়ার কারণে পরীক্ষার হল অন্ধকার হয়ে যায়। এজন্য পরীক্ষার্থীদের জন্য মোমবাতির ব্যবস্থা করা হয়েছে। একটু সমস্যা হলেও পরীক্ষার্থীরা ভালোভাবেই তাদের পরীক্ষা শেষ করতে পেরেছেন।