১৫ নভেম্বর ২০২৩, ১৫:৪৫

ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে তিতুমীর কলেজ ছাত্রলীগ

ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে তিতুমীর কলেজ ছাত্রলীগ  © টিডিসি ফটো

সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি ক্রয় করে ন্যায্যমূল্যে বিতরণ করছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে এই কার্যক্রম দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল। 

এসময় দেখা যায়, মাইকিং করে সবজি ক্রয়ের আহবান করছেন ও বিভিন্ন সবজির দামের বিবরণ দিচ্ছেন সভাপতি রিপন মিয়া। 

এর আগে সোমবার (১৩ নভেম্বর) তিন সংগঠনের (যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ) দপ্তর সম্পাদকের যৌথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যায্যমূল্যে সবজি বিতরণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথ উদ্যোগে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ‘সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি ক্রয় করে ন্যায্যমূল্যে বিতরণ’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।