শাবিতে জাতীয় শোক দিবস পালিত
যথাযোগ্য মর্যাদা ও গভীর শোক প্রকাশের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে নানাবিধ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার সকালে কালো ব্যাচ ধারণ করে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। পরে তার অংশগ্রহণে একটি শোক র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী-কর্মকর্তাবৃন্দ এবং শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক আখতারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমদ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশকে পিছিয়ে নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল কতিপয় দুষ্কৃতিকারীরা। তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং দেশের উন্নয়নে কাজ করতে হবে।’
এ সময় আরো বক্তব্য রাখেন, অধ্যাপক কবির হোসেন, ড. মস্তাবুর রহমান, ড. জহির বিন আলম, ড. রাশেদ তালুকদার, আমেনা পারভীন, ড. আবদুল গনি, ড. সাইফুল ইসলাম, ড. সামসুল আলম, প্রক্টর জহির উদ্দীন আহমেদ প্রমুখ।
এছাড়া শোক দিবস উপলক্ষে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।