১৪ আগস্ট ২০১৮, ১৮:০৫

গোলাম সারওয়ারের মৃত্যুতে শেকৃবির শোক

দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার  © ফাইল ফটো

দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক ও জাতীয় সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।  মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়, গোলাম সারোয়ারের মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান, প্রথিতযশা ও আত্ন নিবেদিত সাংবাদিক হারালো।

তিনি বলেন, গোলাম সারোয়ারের মৃত্যুতে সমগ্র জাতির সাথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী গভীর শোক প্রকাশ করছে এবং মরহুমের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।  উপাচার্য মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য যে,গত ১৩ ই আগস্ট সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।