লিখিত ও এমসিকিউর সমন্বয়ে হবে ইবির ভর্তি পরীক্ষা

  © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা লিখিত ও এমসিকিউর সমন্বয়ে অনুষ্ঠিত হবে।  মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

সিদ্ধান্ত অনুসারে আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টবরের মধ্যে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে।  ৩ থেকে ৭ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৮টি ইউনিটের পরিবর্তে এ বছর ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার হবে।  এসব সিদ্ধান্ত চুড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের কাছে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে আরও জানা যায়, এ বছর ৫টি অনুষদের ভর্তি পরীক্ষা ৮টির পরিবর্তে ৪টি ইউনিটে গ্রহন করার সিদ্ধান্ত অনুযায়ী ‘এ’ ইউনিটের অধীনে ধর্মতত্ব অনুষদের ৩টি বিভাগ এবং মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ এবং আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ অন্তভূক্ত করা হয়েছে।

‘বি’ ইউনিটের অধীনে মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ১০টি এবং আইন ও শরীয়াহ অনুষদের ২টি (আইন বিভাগ এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ) সহ মোট ১২টি বিভাগ অন্তরভূক্ত করা হয়েছে।

‘সি’ ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদের ৬টি বিভাগ এবং ‘ডি’ ইউনিটে অধীনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১টি বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২০ নম্বরে।  এর মধ্যে ৬০ নম্বর এমসিকিউ, ২০ নম্বর লিখিত ও ৪০ নম্বর একাডেমিক (এসএসসি ও এইচএসসি বা সমমান) ফলাফলের ভিত্তিতে নির্ধারন করা হবে।  তবে একাডেমিক ৪০ নম্বর নির্ধারনের শর্ত বহাল রাখা হয়েছে।

ভ‌র্তি পরীক্ষা ক‌মি‌টির সভায় ভ‌র্তি পরীক্ষার আ‌বেদন ফর‌মের মূল্যও নির্ধারন করা হয়।  গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্র‌তি‌টি ফরমের জন্য ইউ‌নিট ফি ২০০ টাকা ও প্র‌তি‌টির ইউনিটে প্র‌ত্যেক বিভা‌গের জন্য ১০০ টাকা ক‌রে নির্ধারন করা হ‌য়ে‌ছে।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. অধ্যাপক এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও হল প্রভোস্টগন।

 

 


সর্বশেষ সংবাদ