০৯ নভেম্বর ২০২৩, ১১:১১

১৮টি পথ নাটক করবে ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ 

নাটকের মহড়া দিচ্ছেন শিল্পীরা   © টিডিসি ফটো

কুমিল্লা জেলার মুরাদনগর ও চান্দিনা উপজেলায় ১৮টি পথ নাটক প্রদর্শন করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র নাট্যসংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’। এ বিষয়ে রামরো-সিসিডিএ এর সিমসের সাথে ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন নাট্য সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ সভাপতি ইশতিয়াক আহমেদ। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ড. মো. হাবিবুর রহমান, ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর সভাপতি ইশতিয়াক আহমেদ, সিসিডিএ এর প্রোগ্রাম অফিসার মো. নাজমুল আহসান, রামরো এর প্রোগ্রাম অফিসার আমিনা খাতুন নীলা, চান্দিনা উপজেলা সমন্বয়ক মো. শাহজাহান, মুরাদনগর উপজেলা সমন্বয়ক আব্দুর রহিম এবং প্রশিক্ষক শরীফ ইমাম হাসান।

এসময় সিসিডিএ এর প্রোগ্রাম অফিসার মো. নাজমুল আহসান বলেন, আমাদের সংস্থার উদ্দেশ্য অনিরাপদ অভিবাসন থেকে কীভাবে নিজেদের রক্ষা করা যায়, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা। কেউ যদি বিদেশে গিয়ে প্রতারণার শিকার হন, তাকে আইনি সহায়তাও প্রদান করি আমরা, এছাড়া আমাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সরকার অভিবাসীদের কী কী সুযোগ সুবিধা দিয়ে থাকেন সে বিষয়ে জানানোর চেষ্টা করি।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার পাঁচ মাসেও পাঠদান শুরু করতে পারেনি জাবি

এসময় প্রধান অতিথি ড. মো. হাবিবুর রহমান বলেন, গণনাটকের মাধ্যমে সঠিক তথ্যের অভাবে ফ্রি ভিসায় অভিবাসন কীভাবে অনিরাপদ হয় এবং এর ঝুঁকিগুলো কী তা শিল্পীরা অভিনয়ের মাধ্যমে চিত্রায়িত করবেন। আমাদের স্কিলফুল হতে হবে,আমাদের হতে হবে ডাক্তার, বিজ্ঞানী, উদ্ভাবক, প্রকৌশলী। আমরা আর লেবার হতে চাই না। 

এসময় থিয়েটারের সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যতগুলো মানবিক সাহায্যের আবেদন এসেছে ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ সবসময় সাহায্য করার জন্য ঝাপিয়ে পড়েছে। আমাদের সবসময় চেষ্টা থাকে এরকম সোশাল এনগেজমেন্টমূলক কাজগুলোতে অংশগ্রহণ করা। আশা করছি এই রামরু সিসিডিএয়ের এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এবং আমাদের পথনাটকের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করে তুলতে পারবো।