পরীক্ষায় ‘মোবাইল দেখে লিখে’ বহিষ্কার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের সম্মান ১ম বর্ষ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা দুজনই সরকারি আজুিল হক কলেজের শিক্ষার্থী। মঙ্গলবার (০৭ নভেম্বর) অনুষ্ঠিত ১ম ইনকোর্সের ওই কলেজ প্রশাসন তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন- ওমর ফারুক ও মো. নাফিউর রহমান। ওমরের রোল ১৬ আর নাফিউরের রোল ১১২। তারা দুজনেই কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী।
কলেজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে ‘প্রিন্সিপলস্ অব ইকনোমিকস-২১২২০৯’ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ওই দুই শিক্ষার্থী মোবাইল দেখে দেখে লিখছিলেন। পরে হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তাদের ধরে ফেলেন।
এতে বলা হয়, মোবাইল দেখে পরীক্ষা দেওয়ার কারণে ওমর ফারুক ও মো. নাফিউর রহমানকে বহিষ্কার করা হল। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ না করার জন্য নির্দেশ দেওয়া হয়।