শিক্ষার্থীদের আন্দোলনের পর বিএম কলেজে ডিগ্রি হলের সংস্কার কাজ শুরু
শিক্ষার্থীদের আন্দোলনের পর বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত (ডিগ্রি) হল সংস্কার কাজ শুরু করেছে কলেজ প্রশাসন। এর আগে এই হলের পুরাতন ভবন সংস্কার মেরামত এবং নতুন ভবন নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ওই ছাত্রাবাসের এ-ব্লকের ২০৮ নাম্বার রুমের পলেস্তারা খসে পড়লে রেজাউল ইসলাম নামের এক শিক্ষার্থী আহত হয়। এছাড়াও হলের ভবনগুলো পুরাতন স্যাঁতসেঁতে এবং শিক্ষার্থীদের বসবাসে ঝুঁকিপূর্ণ। তাছাড়া প্রায় সময় দেখা যায় হলের বিভিন্ন রুমের পলেস্তরা খসে পড়ছে। ফলে হলগুলোতে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে। শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে থাকলেও এতে নজর দেননি কলেজ প্রশাসন। তবে পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থী আহত হলে টনক নড়ে প্রশাসনের।
শিক্ষার্থীদের আশ্বস্থ করে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নিকট আবেদন করা হয়েছে। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর থেকে বাজেট পাশ হয়ে আসলে আমরা নতুন ভবন নির্মাণকাজ শুরু করতে পারবো। এছাড়া তিনি শিক্ষার্থীদের আপাদত থাকার জন্য হলের সমস্যাগুলোর সমাধান এবং সংস্কার মেরামতের আশ্বাস দেন।
পরে ইঞ্জিনিয়ারের একটি টিম এসে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত (ডিগ্রি) হলের ভবনগুলো পরিদর্শন করে। পরিদর্শন শেষে তারা জানায়, হলগুলো অনেকটাই ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় উচিৎ হলে নতুন ভবন নির্মাণ করা।
তারা আরও জানায়, একটা নতুন ভবন পেতে বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। তাছাড়া নতুন ভবন নির্মাণ করতেও বেশ খানেক সময়ের দরকার হয়। আপাতত নতুন ভবন নির্মাণের আগ পর্যন্ত শিক্ষার্থীদের থাকার জন্য হলের বি-ব্লক সংস্কার মেরামত শুরু করা হবে।
ইঞ্জিনিয়ারের টিম আরও জানায়, পর্যায়ক্রমে হলের অন্যান্য ব্লকগুলোও সংস্কার মেরামত করে দেওয়া হবে।