০৬ নভেম্বর ২০২৩, ১১:১৩

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৩ হলে হাউজ টিউটর ও সহকারী প্রক্টর নিয়োগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নি-বীণা হল, বঙ্গমাতা হল ও বঙ্গবন্ধু হলে ৫ জন নতুন হাউজ টিউটর এবং একজন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৫ নভেম্বর) যোগদান করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। এছাড়াও বঙ্গবন্ধু হলে হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিলন।

অগ্নি-বীণা হলে নবনিযুক্ত হাউজ টিউটর দুজন হলেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের প্রভাষক তানজিল আহমেদ এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক মো. আব্দুল করিম। 

অন্যদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউজ টিউটরের দায়িত্ব পেয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এফ. কে. সায়মা তানজিয়া এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক লুৎফুন্নাহার।