০৪ নভেম্বর ২০২৩, ১৭:০৬
অবরোধে ইবির নিয়োগ পরীক্ষা স্থগিত

বিএনপির ডাকা অবরোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই দপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। শনিবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ৫ ও ৬ নভেম্বর (রবি ও সোমবার) বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং চিকিৎসাকেন্দ্রের ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের জব টেস্ট অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। জব টেস্টের তারিখ ও সময় পরে জানানো হবে।
উল্লেখ্য, বিএনপির ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচির পর, আবারও ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সাথে একাত্মতা পোষণ করে জামায়াত ও এই দুইদিন অবরোধ পালেনের ঘোষণা দিয়েছে।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

লাখ টাকা হাতিয়ে নেওয়া দুই প্রতারক গ্রেপ্তার

তারেক রহমানকে নিয়ে মন্তব্য, ভাইস চেয়ারম্যান প্রার্থী পুতুল গ্রেপ্তার

‘তুই ভর্তি হলে জমি বিক্রি করব’—বাবার সেই মেয়ে ফুটবল দলের অধিনায়ক

নর্দার্ন ইউনিভার্সিটিতে ‘চলচ্চিত্র ও সাহিত্যের সংলাপ’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত
