সামার ক্যাম্পে অংশ নিতে চীন যাচ্ছে ইবির ৬ শিক্ষার্থী

সামার ক্যাম্পে অংশ নিতে চীন যাচ্ছে ইবির ৬ শিক্ষার্থী
সামার ক্যাম্পে অংশ নিতে চীন যাচ্ছে ইবির ৬ শিক্ষার্থী  © টিডিসি ফটো

সামার ক্যাম্পে অংশগ্রহন করতে চীন যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৬ শিক্ষার্থী।  সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ক্যাম্পে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা হলেন, নওরোজ রুমোন, মাহফুজুর রহমান মোল্লা, এনায়েত করিম, সৌরভ হোসেন, নাজমুল হোসেন ও ওয়াসিম আকাশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল হক, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী প্রমুখ।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর অধীনে চায়নিজ ভাষা শিক্ষা কোর্সের ৬ জন শিক্ষার্থী সামার ক্যাম্পে অংশগ্রহন করবেন।  চীন সরকারের কনফুসিয়াস ইনস্টিটিউটের অর্থায়নে ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।  আগামী ৩ সেপ্টেম্বর ক্যাম্পে অংশগ্রহণ করার জন্য দেশ ছাড়বেন অংশগ্রহণ শিক্ষার্থীরা।

 


সর্বশেষ সংবাদ