০২ নভেম্বর ২০২৩, ১২:৩৬

অবরোধে ঢাকা কলেজের গেটে ছাত্রদলের তালা

ঢাকা কলেজের একটি গেটে তালা দেয় ছাত্রদল   © টিডিসি ফটো

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে ঢাকা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়েছে ঢাকা কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে অবরোধকে সমর্থন জানিয়ে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে পকেট গেটে তালা ঝুলিয়ে দেন। অবশ্য পরে দ্রুত কলেজ কতৃপক্ষ তালা খোলার ব্যবস্থা করে শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ছাত্রদলের ৪-৫ জন নেতাকর্মী মোটরসাইকেলযোগে এসে ফটকে তালা লাগিয়ে দেন।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচনের আগে গ্রেপ্তার, সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

দলটির নেতাকর্মীরা দাবি করেন, বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচিকে সফল করতেই ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের গেটে তালা ঝুলিয়েছেন। একইসাথে কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পথ রুদ্ধ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।