পরীক্ষা স্থগিত নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ
চলমান হরতাল-অবরোধের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের পরীক্ষা স্থগিত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। এসব বিভ্রান্তিমূলক প্রচারণা বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা যাচ্ছে, সম্প্রতি বিভিন্ন বেনামি ফেসবুক পেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত সম্পর্কিত কিছু ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণামূলকভাবে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সব বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়। এছাড়া এই (www.nubd.info) ওয়েবসাইটেও পরীক্ষার যাবতীয় সময়সূচি, ফলাফল, ফরমপূরণ, বিভিন্ন বিজ্ঞপ্তি ও সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুকের এই (https://web.facebook.com/nationaluniversityfacebookpage) পেজের বাইরে বিশ্ববিদ্যালয়ের আর কোনো পেজ নেই।
“তাই সকলকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোন ফেসবুক পেইজ বা ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ না করার জন্য অনুরোধ করা হল। এসব ফেক বিজ্ঞপ্তি যারা প্রচার করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”