৩০ অক্টোবর ২০২৩, ২২:৪৬

অবরোধে চলবে কুবির ক্লাস-পরীক্ষা

অবরোধে চলবে কুবির ক্লাস-পরীক্ষা
কুবি ক্যাম্পাস  © ফাইল ফটো

বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধেও স্বাভাবিক নিয়মে চলবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। তবে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের (নীল বাস) পরিবহন। আজ সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ও পরিবহন পুল সূত্রে বিষয়টি জানা যায়। 

রেজিস্ট্রার দপ্তর ও পরিবহন পুল সূত্র জানায়, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী বাস চলবে। তবে শিক্ষার্থীদের নীল বাস বন্ধ থাকবে। আগের নিয়মেই চলবে লাল বাস। এছাড়া শিক্ষার্থীদের চাপ বাড়লে লাল বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে বাস প্রবেশ করবে না বলে জানা গেছে। 

এর আগে গত ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের হরতালের দিন পরিবহন সেবা বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।