নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা প্রশিক্ষণ আজ, থাকবেন খালেদ মুহিউদ্দিন
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ১২:১৫ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৩, ০১:০০ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ৪ দিনব্যাপী 'গণমাধ্যম এবং সাংবাদিকতায় নীতি ও নৈতিকতা' শীর্ষক কর্মশালা শুরু হচ্ছে আজ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অনলাইনে যুক্ত থাকবেন ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান ও বিশিষ্ট আলোচিত সাংবাদিক খালেদ মুহিউদ্দীন।
সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৩ টায় ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিনুর রহমান বলেন, শিক্ষা, গবেষণা ও উন্নয়ন- এই তিনটি মোটোকে সম্মুখে রেখে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। অগ্রসরমান এই কার্যক্রমের ধারাবাহিকতায় শ্রেণিকক্ষের প্রথাগত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের গণমাধ্যম ও সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলতেই এই কর্মশালার আয়োজন। এতে করে শিক্ষার্থীরা সাংবাদিকতার বিভিন্ন নীতি, নৈতিকতা সম্পর্কে ধারণা পাবে, এতে করে তাদের দক্ষতা উন্নয়ন এবং কাজের স্পৃহাও বাড়বে।
খালেদ মুহিউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) হিসেবে সুপারিশপ্রাপ্ত হন তিনি। কিন্তু সেই পদ ছেড়ে দিয়ে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।