২৮ অক্টোবর ২০২৩, ২৩:০৩

পূজার ছুটি শেষে রবিবার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ৯ দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে বিষয়টি জানা গেছে। 

জানা যায়, দূর্গাপূজা উপলক্ষে গত ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। তবে ২৭ ও ২৮ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হচ্ছে ২৯ অক্টোবর (রবিবার) থেকে। 

এদিকে ছুটি কাঁটিয়ে ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা। সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকা আবাসিক হলেও অনেক শিক্ষার্থীকে থাকতে দেখা গেছে।