১৭ অক্টোবর ২০২৩, ২৩:১৪

সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে কুবি শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের এক শিক্ষার্থীর স্নাতকোত্তরের ছাত্রত্ব বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির একাধিক সূত্রে বিষয়টি জানা গেছে।

জানা যায়, ছাত্রত্ব বাতিল হওয়া ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ইতালির একটি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার জন্য আবেদনে তিনি ওই জাল সার্টিফিকেট জমা দেন। পরে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ফের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। পরে কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসলে সিন্ডিকেট কর্তৃক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানতে চাইলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে ওই শিক্ষার্থী জানান, পোলান্ডে উচ্চশিক্ষার জন্য আমি একটি এজেন্সির সাথে কথা বলেছিলাম। কিন্তু তারা কখন আমার নামে ই-মেইল খুলে ইতালির জন্য আবেদন করেছে সে বিষয়টি জানানো হয়নি। পরে জানতে পেরে তাদের বলে আবেদনটি বাতিল করে দিই। সিন্ডিকেটে প্রশাসন এই (ছাত্রত্ব বাতিল) সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশাসন আমাকে ডাকেনি। 

সিন্ডিকেটে ওই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলে সিদ্ধান্ত হলেও এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাইফুর রহমান কিছুই জানেন না বলে জানান। আর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী। আর উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈনকে একাধিকবার ফোন করেও তার থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।