‘ব্যাচেলর অব এগ্রিকালচালার এডুকেশন’ প্রোগ্রামে ভর্তির সুযোগ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট (সার্ড) পরিচালিত ০৩ (তিন) বছর মেয়াদি ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন (বিএজিএড) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৪১ টার্মে (জানুয়ারি-জুন, ২০২৪) ১৯টি স্টাডি সেন্টারে ভর্তির সুযোগ দিচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যলয়।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান গ্রুপ/কৃষি শিক্ষা বিষয়সহ যে কোন গ্রুপ) অথবা চার/তিন বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা/সমমানের সার্টিফিকেটধারী এবং ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.০ (দুই) প্রাপ্ত হতে হবে।
যেভাবে আবেদন করবেন: আবেদনপত্র সংগ্রহ, জমা ও ভর্তির সময় ৪ বাউবি'র সংশ্লিষ্ট আঞ্চলিক উপ-আঞ্চলিক কেন্দ্র হতে পাওয়া যাবে। ১৬ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ, জমা প্রদান ও ভর্তি হওয়া যাবে (সোম থেকে শুক্রবার অফিস চলাকালীন সময়) এছাড়া বাউবির ওয়েবসাইট (https:// www.bou.ac.bd/images/form/baged_ admission_from_210923.pdf) থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
আসন সংখ্যা: ৭০ (প্রতি স্টাডি সেন্টার)।
ভর্তির প্রক্রিয়া: ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ভর্তিচ্ছু ব্যক্তি সংশ্লিষ্ট আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তি কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন। মূল সনদ/মার্কশীটসহ অন্যান্য কাগজপত্র ও তথ্যাবলী যাচাই বাছাই করে ভর্তি কর্মকর্তা আবেদনকারীকে ভর্তির জন্য মনোনীত করলে তিনি নির্ধারিত ব্যাংকের শাখার আবেদনপত্র ফি ২০০/- (দুইশত) টাকা এবং ভর্তি ফি বাবদ ৫৪৮৫/- (পাঁচ হাজার চারশত পঁচাশি) টাকাসহ সর্বমোট ৫৬৮৫/- (পাঁচ হাজার ছয়শত পঁচাশি) টাকা জমা প্রদান করবেন। ভর্তির জন্য মনোনীত ব্যক্তিকে আবেদনপত্র জমা দেয়ার সময় ব্যাংকে টাকা জমার রশিদসহ সত্যায়িত সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট, মার্কশিট, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সার্টিফিকেট ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীকে বাউবি'র সংশ্লিষ্ট কর্মকর্তা ভর্তির স্লিপ প্রদান করবেন। স্টাডি সেন্টারের নির্ধারিত আসন পূরণ না হওয়া পর্যন্ত ন্যূনতম যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের আগে আসলে আগে ভর্তির সুযোগ প্রদান করা হবে।
ভর্তি, স্টাডি সেন্টার তালিকা ও প্রোগ্রাম সংক্রান্ত বিস্তারিত তথ্য ও বাউবি'র ওয়েবসাইট (www.bou.ac.bd/index.php/academic info admission) ভিজিট করুন। প্রয়োজনে বাউবি'র সংশ্লিষ্ট আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রের ভর্তি কর্মকর্তা ও প্রোগ্রাম সমন্বয়কারীর সাথে যোগাযোগ করুন।