ফিলিস্তিনের পক্ষে ববি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ
দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনের জনগণের পক্ষে সংহতি প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল - পটুয়াখালী মহাসড়কে সংহতি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে তারা।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৮ সালে জোরপূর্বক ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে ইসরায়েল নামে আরেক রাষ্ট্রের জন্ম দেয়া হয়েছে। ইসরায়েল সেখানে দখলদারিত্ব চালাচ্ছে। বছরের পর বছর ইসরাইলী সন্ত্রাসবাদের শিকার সাধারণ ফিলিস্তিনিরা। আমরা ১৯৭১ সালে কঠিন আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছি। তাই ফিলিস্তিনি জনগণের আশা - আকাঙ্খা, আবেগ এবং অনুভূতির সঙ্গে পরিচিত। যে কারণে বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পাশে আছে।
আরো পড়ুন: গবেষণার ভাবনা যেন ইউনিক হয়: সৌমিত্র শেখর
বক্তারা আরো বলেন, বছরের পর বছর ধরে নিজ দেশে পরাধীন জীবন পার করা ফিলিস্তিনিরা জেগে উঠতে শুরু করেছে। তারা মাতৃভূমির অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করছে। এখন সারা বিশ্বের উচিত ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো। আমরা এই সমাবেশ থেকে বিশ্ববাসীর কাছে দাবি জানাই, তারা যুগ যুগ ধরে শোষণ - বঞ্চনার শিকার আপনারা ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াবেন এবং ইসরায়েলের সন্ত্রাসবাদ কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন। ফিলিস্তিনে যে নৃশংসতা চলছে তার দ্রুত সমাপ্তি না টানলে বিশ্ব এক মানবিক বিপর্যয়ের সাক্ষী হবে।
সমাবেশে আরো বক্তব্য দেন, রসায়ন বিভাগের হাসিবুল হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আনোয়ার হোসেন মঞ্জু, ইংরেজি বিভাগের মোজাহিদুল ইসলাম মিরাজ, লোকপ্রশাসন বিভাগের খালিদ হোসেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মাসুম বিল্লাহ, প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের শেখ ওয়ালিদ প্রমুখ। সমাবেশ শেষে ক্যাম্পাসের লাইব্রেরি ভবন, ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় খেলার মাঠ ও ভিসি বাংলোর সামনে মিছিল করে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।