১০ অক্টোবর ২০২৩, ২০:৪৬

ওএমআর যুক্ত খাতায় সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা

ওএমআর যুক্ত খাতায় সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা
ঢাবি ও সাত কলেজের লোগো  © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার দীর্ঘ ৭ বছর পর ওএমআর যুক্ত খাতায় সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে ফল প্রকাশের দীর্ঘ সময় ক্ষেপণের বিষয়টির কিছুটা হলেও সমাধান আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম (পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ) সহজ ও গতিশীল করার লক্ষ্যে মাস্টার্স ফাইনাল ২০২২ সনের পরীক্ষাটি ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) যুক্ত খাতায় গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। যা ইতিমধ্যে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এই পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৯ অক্টোবর এবং ফরমপূরণের বর্ধিত তারিখ ১৫ অক্টোবর। নির্ধারিত এই  তারিখের পর বিলম্বে ফরমপূরণের সুযোগ থাকবে না।

এছাড়াও যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে প্রথমবার ওএমআর যুক্ত খাতায় পরীক্ষা গ্রহণ করা হবে সেজন্য বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সাত কলেজ প্রশাসনকেও অনুরোধ করা হয়েছে।