০৬ আগস্ট ২০১৮, ২০:০৫

ঢাকা যেতে বাধা দেয়ায় মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

পূর্বঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে বাধা ও শাহবাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে গ্রেফতারের ঘটনায় সোমবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে ছা্ত্রছাত্রীদের অবস্থানের কারণে রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
অবরোধ চলাকালে পুলিশ জয় বাংলা গেটের কাছে অবস্থান নিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করে। আন্দোলনকারীরা মহাসড়কে বের হওয়ার চেষ্টা করলে পুলিশের মুখোমুখি হয়। প্রক্টর শিকদার মো. জুলকারনাইন শিক্ষার্থীদের ফটকের ভেতর নিয়ে আসার চেষ্টা করেন। পরে পুলিশ ও প্রশাসনের অনুরোধ-হস্তক্ষেপে তারা ক্যাম্পাসে ফিরে যান।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘আজ (সোমবার) দুপুরে শাহবাগে নিরাপদ সড়কে দাবীতে মিছিল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী প্রাপ্তি, হাফসা, রিজু ও সিদ্দিককে গ্রেফতার করা হয়। সর্বশেষ প্রাপ্তি ও হাফসাকে ছেড়ে দেয়া হলেও এখনো গ্রেফতার আছে রিজু ও সিদ্দিক। রিজু সিদ্দিকের মুক্তির ছাড়া আমরা রাজপথ ছাড়ব না।’
মুক্তি পাওয়া শিক্ষার্থী প্রাপ্তি জানায়, ‘আমরা একসাথে আন্দোলন করছিলাম শাহবাগে। কিন্তু পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে টিয়ারশেল ছুড়ে আহত করে। এ সময় আমাকেসহ আরও অনেককে গ্রেফতার করে নিয়ে যায়। পরে সন্ধ্যা ৭ টার দিকে আমাকে ছাড়া হলেও আমার বন্ধু রিজু ও সিদ্দিককে ছাড়েনি পুলিশ।’
এদিকে, প্রশাসনের অসহযোগিতা, পুলিশী বাধা ও ছাত্রলীগের হুমকির জেরে পন্ড হয়ে যায় জাবি শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি। সকাল ১১টা থেকে ঢাকা যেতে বাসের দাবিতে পরিবহন পুলে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নেয় । এই অবস্থান কর্মসূচি চলাকালে চার শিক্ষার্থী গ্রেফতারের খবর আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।