চার বছর পর পদ ফিরে পেলেন ববির রেজিস্ট্রার
চার বছর পর পদ ফিরে পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। বুধবার (৪ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. মনিরুল ইসলামের ২৪ আগস্ট তারিখের যোগদানের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ সেপ্টেম্বর তারিখ অপরাহ্ণ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে কর্মস্থলে তার যোগদান কার্যকর করা হলো। তিনি বিধি অনুযায়ী তার প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।
আরো পড়ুন: পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনছে জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষামন্ত্রীর সম্মতি
২০১৯ সালের ১০ এপ্রিল নৈতিক স্খলনের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. ইমামুল হক রেজিস্ট্রার মনিরুল ইসলামকে চাকরিচ্যুত করেন। এর বিরুদ্ধে ওই বছরই তিনি রিট করেন। গত ফেব্রুয়ারি মাসে মনিরুলকে স্বপদে বহাল করতে ববি উপাচার্যকে নির্দেশ দেন হাইকোর্ট।