০১ অক্টোবর ২০২৩, ১৮:১২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীসভা ৮ অক্টোবর

  © সম্পাদিত

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মীসভা করতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আগামী ৮ই অক্টোবর বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে কর্মীসভা করবে ছাত্রলীগ। গতকাল (৩০ সেপ্টেম্বর) রাতে নিজেদের ভেরিফাইড ফেইসবুক পেইজে ছাত্রলীগের কেন্দ্রীও নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান একটি  বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানান।  

এর  আগে সেপ্টেম্বরের ১৬ তারিখে প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে ১১ জন সমন্বয়ককে দায়িত্ব দেওয়া হয়েছিলো ১০ দিনের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মীসভা আয়োজন করতে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ৮ অক্টোবর আয়োজিত হবে এ কর্মীসভা। কর্মীসভা আয়োজনকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা। আয়োজন সফল করতে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

আরও পড়ুন: খেলার জোরে ঢাবিতে পড়ার সুযোগ ৪৯ জনের

প্রসঙ্গত, বিগত ৩০ অক্টোবর ২০২১ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে ইউনিটভুক্ত করার পরবর্তীতে প্রায় ২ বছর পর প্রথম কর্মীসভা আয়োজন করতে যাচ্ছে  ছাত্রলীগ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এ কর্মীসভা আয়োজন সফল করতে দায়িত্বপ্রাপ্ত সমন্বয়করা হলেন ছাত্রলীগ কেন্দ্রীও নির্বাহী সংসদের সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন ও মো. ফরহাদ আলী, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সাফিনাজ হাসান তালুকদার, উপ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম সবুজ ও শামসুল আরেফিন সেজান, উপ-সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার কবির অপূর্ব, উপ-আইন বিষয়ক সম্পাদক মো: নোমানুর রশীদ সুদীপ্ত, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইয়ালিদ খান লোদী (সীমান্ত), উপ-ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক তারামুননেসা প্রভা।