বক্তব্য দিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়ের নাজমুল
প্রথমবারের মতো ময়মনসিংহ বিভাগীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘Voice of JKKNIU’ আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চতুর্থ শিল্প বিপ্লবের উপর বক্তব্য উপস্থাপন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হোসেন ফাহাদ। প্রথম ও দ্বিতীয় রানারআপের পুরস্কার অর্জন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সামিন এবং আশিকুর রহমান কৌশিক। প্রতিযোগিতা শেষে তাদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আরো পড়ুন: আবারো সুরো কৃষ্ণের জয় দিয়ে শেষ হলো প্রো-বক্সিং নাইটস চ্যাম্পিয়ন
ক্যারিয়ার ক্লাবের সভাপতি মির্জা শাকিল বলেন, প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজন পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। ময়মনসিংহ বিভাগের ১০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।